আপনার জিজ্ঞাসা ?

কোর্স সম্পর্কিত

আমাদের আছে ৩ ধরনের কোর্স-
১) কমপ্লিট কোর্স
২) সিঙ্গেল কোর্স
৩) প্যাকেজ কোর্স

সময়সীমা

সময়সীমা স্টুডেন্ট এর উপর নির্ভর করে।সর্বনিম্ন ৮ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ।

কোর্স ফি

কোর্স সম্পর্কে জানতে লিংকে ক্লিক করুন-টোটাল কোর্স ফি কতো ? কোর্স সম্পর্কে জানতে লিংকে ক্লিক করুন- https://www.lookbd.net/courses/

কম্বো কোর্স ব্যতীত অন্যান্য কোর্সগুলোতে আনুসাঙ্গিক প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট স্টুডেন্টদের নিজ খরচে নিয়ে আসতে হবে।

আমরা আমাদের স্টুডেন্টদেরকে একজন স্কিল হেয়ারএক্সপার্ট হতে গুরত্বসহকারে এককভাবে ক্লাসের ব্যাবস্থা করে থাকি , যাতে করে সে পৃথিবীর যেকোনো প্রান্তে একজন হেয়ার এক্সপার্ট হিসেবে নিজের কর্মসংস্থানের ব্যাবস্থা করতে পারে।

ট্রেইনার

আমাদের রয়েছে দেশ এবং দেশের বাইরে দীর্ঘদিন অভিজ্ঞতাসম্পন্ন সুদক্ষ ট্রেইনার যারা বিষয়ভিত্তিক ট্রেনিং এ অত্যন্ত পারদর্শী এবং যত্নশীল ।

ক্লাস সম্পর্কিত

জ্বি ! পারবেন ।

নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে না পারলে ক্লাসটি বাতিল বলে গণ্য হবে । পরবর্তীতে বিশেষে বিবেচনায় ১০০০/- জরিমানা সাপেক্ষে ক্লাসটি দেওয়া যেতে পারে।

অবশ্যই পারবেন। আমাদের সিলেবাস এমনভাবে সেট করা এবং আমাদের রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন ট্রেইনার, তাদের যত্নশীল দিকনির্দেশনায় আপনি হয়ে উঠবেন একজন হেয়ার এক্সপার্ট।

জ্বি! অবশ্যই পারবেন।

সার্টিফিকেট সম্পর্কিত

দেওয়া হবে।

জ্বি ! পারবেন ।

এই সার্টিফিকেট আপনার ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা অর্জনের সত্যতা যাচাইয়ে প্রমানপত্র হিসেবে কাজ করবে এবং বিদেশে কর্ম সংস্থানে বিশেষ ভুমিকা রাখবে ।

ভর্তি প্রক্রিয়া

নির্ধারিত কোর্স ফি এর সাথে কপি পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট/ NID এর ফটোকপি লাগবে ।

সার্টিফিকেটের

জ্বি ! পারবেন । আমাদের  ইনস্টিটিউটে যারা সাধারণত বিদেশে যেতে ইচ্ছুক তারাই বেশি ভর্তি হয়ে থাকেন ।

থাকার ব্যবস্থা

না নেই । তবে কেউ চাইলে তার নিজ খরচে থাকার ব্যবস্থা করে দেওয়া যেতে পারে।

ঠিকানা

আমাদের ঠিকানা
LOOK Institute ™

২২/১৫, খিলজি রোড (শিশু মেলার উল্টো দিকের গলি দিয়ে বামে), মোহাম্মদপুর, ঢাকা।
☎ ‪+8801886771200‬
https://maps.app.goo.gl/ZC1VvbrwDm6ZwVVS9

আমাদের ইনস্টিটিউট এর আর কোনো শাখা নেই ।